মুড়াগোয়া সংসদের আদিবাসী পাড়ায় মিশন নির্মল বাংলার প্রচার

0
184

নুর হোসেন,লালবাগ: আজ মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের অধীন নতুনগ্রাম পঞ্চায়েতের মুড়াগোয়া সংসদের আদিবাসী পাড়ায় মিশন নির্মল বাংলার প্রচার ও ২২টি পরিবারে শৌচাগার না থাকায় নতুন গ্রাম পঞ্চায়েতের ১৪ FC এর আর্থিক সহায়তায় , মুর্শিদাবাদ জিয়াগঞ্জ জনকল্যাণ সমিতি স‍্যানেটারী মার্ট, নতুনগ্রাম জনকল‍্যান সমিতি ক্লাব সদস‍্য এবং এস এইচ জি গ্রুপের মহিলাদের উদ্দোগে নির্মান কাজ চলছে। সকাল থেকেই কাজে সাহায্য করে ক্লাব ও SHG গ্রুপের মহিলারা ।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সালেমা বিবি, Executive assistant চন্দ্রানী দাস ,পঞ্চায়েত Secretary কাঞ্চন ঘোষ, নলেজ লিঙ্কের তাপস কুমার বর্মন মহাশয়। এই ২২টি আদিবাসী পরিবারের সদস্যদের গ্রাম পঞ্চায়েতের সহায়তায় নতুন ১৫ টি বিঞ্জান সম্মত শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়। মুর্শিদাবাদের জেলা শাসক পি.উলগানাথন মুর্শিদাবাদ জেলাকে নির্মল জেলা ঘোষণা করতে চলেছেন। তাই মুর্শিদাবাদ- জিয়াগঞ্জ ব্লকের অধীন নতুনগ্রাম পঞ্চায়েত কে নির্মল বা খোলা হাগা মুক্ত করতে এই ব‍্যবস্থা গ্রহন করেছে নতুনগ্রাম গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের সহায়তায় পাকা শৌচাগার পেয়ে খুশি আদিবাসী পাড়ার বাসিন্দারা। পঞ্চায়েতের সহায়তা পেয়ে এক আদিবাসী মহিলা বলেন-” মাঠে শৌচকর্ম করলে অসুখ বিসুখ হয় এবং মেয়ে দের সন্মান নষ্ট হয় জেনেও আমাদের কোন উপায় নেই, আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য শৌচাগার নির্মাণ করতে পারিনি কিন্তু পঞ্চায়েত থেকে সহায়তা করায় আমরা শৌচাগার ব্যবহার করব এবং খোলা হাগা মুক্ত গ্রামপঞ্চায়েত গড়তে আমরাও সহায়তা করব “। পঞ্চায়েতের প্রধান সালেমা বিবি মহাশয়া বলেন-“আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার গরীব মানুষদের শৌচাগার নির্মানে যথেষ্ট সাহায্য করছি,সকলে শৌচাগার ব্যবহার করবে এবং নির্মল গ্রাম পঞ্চায়েত গড়তে সহায়তা করবে বলে জানিয়েছেন”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here