ব্যাড ব্যাঙ্কের জন্য ৩০,৬০০ কোটি টাকার গ্যারান্টি কেন্দ্রের, নিরাপত্তা প্রদান করবে NARCL

0
63

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ব্যাড ব্যাঙ্ক সম্পর্কে বড় সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনাদায়ী ঋণের সমস্যা সমাধান করতে তৈরি হবে ব্যাড ব্যাঙ্ক। উল্লেখ্য, গতকালই ‘ব্যাড ব্যাঙ্কে’র জন্য ৩০ হাজার ৬০০ কোটি টাকার গ্যারান্টি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জাতীয় সম্পদ পুনর্গঠনেএনএআরসিএল এই নিরাপত্তা প্রদান করবে বলে এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Nirmala Sitharaman
ছবি সৌজন্যেঃ পিটিআই

অর্থমন্ত্রী জানান, নগদ ঋণের ১৫ শতাংশ দেবে এনএআরসিএল। বাকি ৮৫ শতাংশের গ্যারান্টি কেন্দ্রীয় সরকারের। এই ব্যাড ব্যাঙ্কের বৃহত্তম স্পনসর হবে কানাড়া ব্যাঙ্ক। এনএআরসিএল-এর ১২ শতাংশ শেয়ার কানাড়া ব্যাঙ্কের হাতে থাকবে। এনএআরসিএল-এর ৫১ শতাংশ শেয়ার থাকবে সম্মিলিত ভাবে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অধীনে।

আরও পড়ুনঃ টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই, সিদ্ধান্ত মোদী সরকারের, সুবিধা পাবে না চীন-পাকিস্তান

এদিন অর্থমন্ত্রী জানান যে, ২০১৫ সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৫ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ আদায় করেছে ঋণগ্রহীতাদের থেকে। শুধু ২০১৮ সালের মার্চ মাস থেকে আদায় করা অর্থের পরিমাণই হল ৩.১ লক্ষ কোটি টাকা। এ ছাড়াও ভূষণ স্টিল, এসার স্টিলের মতো ‘রিটেন-অফ অ্যাসেটে’র থেকেও ৯৯ হাজার কোটি টাকা আদায় হয়েছে বলে জানান নির্মলা সীতারমন।

আরও পড়ুনঃ ভবানীপুরে প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিলের দাবি তুললেন মমতা

Assocham এবং Crisil-এর গবেষণায় দাবি করা হয় ২০২২ সালের মার্চের মধ্যে ভারতীয় ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং সম্পদের পরিমাণ দাঁড়াবে ১০ লক্ষ কোটি টাকায়। এই পরিস্থিতি সামাল দিতেই ব্যাড ব্যাঙ্কের গঠন কেন্দ্রের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ওপর থেকে ঋণের বোঝা কমাতে ২০২১-২২ অর্থবর্ষের বাজেটেই একটি জাতীয় সম্পদ পুনর্গঠন সংস্থা এবং সম্পদের ম্যানেজমে্ট সংস্থা গঠনের প্রস্তাব করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here