বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলার তালিকায় তিন ভারতীয়, শীর্ষে নির্মলা

0
135

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বের ১০০ জন ক্ষমতাশালী মহিলার তালিকায় জায়গা পেলেন তিনজন ভারতীয়। নির্মলা সীতারমণ, রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ’। সবচেয়ে ক্ষমতাশালী ভারতীয় মহিলাদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Nirmala Sitharaman | newsfront.co
নির্মলা সীতারামণ

ফোর্বস মনে করছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রীর পদে থাকার দরুন এমনিতেই চুড়ান্ত প্রভাবশালী নির্মলা।শুধু তাই নয়, তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন। নির্মলা ছাড়াও ফোর্বসের প্রথম ১০০ জনের তালিকায় আছেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা। এইচসিএলের কয়েক হাজার কোটির ব্যবসার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর হাতেই ন্যস্ত।

Roshni Nadar Malhotra | newsfront.co
রোশনি নাদার মালহোত্রা

এছাড়াও ১০০ জন ক্ষমতাশালী মহিলাদের তালিকায় তৃতীয় ভারতীয়র নাম কিরণ মজুমদার শ’। তিনি এই তালিকায় ৬৮তম স্থানে আছেন। দেশের ‘সেলফ মেড’ মহিলা শিল্পপতিদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই। তাঁর সংস্থা বায়োকন এশিয়ার অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থা।

Kiran Majumdar sha | newsfront.co
কিরণ মজুমদার শ’

আরও পড়ুনঃ ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এবারেও ফোর্বসের তালিকায় বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। ইউরোপের বৃহত্তম অর্থনীতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁর হাতেই রয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলাও তিনি।

আরও পড়ুনঃ কী ধরনের রসিকতা! ফের গৃহবন্দি মেহবুবা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাফল্যের সুবাদে কমলা হ্যারিস এই প্রথমবার ফোর্বসের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে জায়গা পেলেন। কমলাই মার্কিন মুলুকের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন। স্বাভাবিকভাবেই প্রভাবশালীদের তালিকায় উপরের সারিতে রয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা গতবারের থেকে অনেকটা পিছিয়ে গেলেও তালিকায় ৩৯তম স্থানে আছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here