বেসরকারিকরণের পথে আরও দুটি ব্যাংক, শীঘ্রই নাম ঘোষণা করবে নীতি আয়োগ

0
104

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চলতি বছরের আর্থিক বাজেট অনুযায়ী আরো দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বীমা সংস্থা বেসরকারিকরণ করবে কেন্দ্রীয় সরকার। সেই ব্যাংক ও বীমা সংস্থার নামগুলি খুব তাড়াতাড়ি ঘোষণা করবে নীতি আয়োগ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও নীতি আয়োগের আলোচনা একেবারে শেষ পর্বে রয়েছে বলেই জানা গিয়েছে।

niti aayog | newsfront.co
ছবিঃ পিটিআই

আপাতত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর রেগুলেশন সংক্রান্ত বিষয়ে, আর্থিক পরিস্থিতি, হিউম্যান রিসোর্স পরিস্থিতি সবকিছু নিয়েই চলছে আলোচনা। এরপরে এই সমস্ত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়ে নাম ঘোষণা করবে নীতি আয়োগ। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আলোচনা করছে রিজার্ভ ব্যাংকের সঙ্গেও।

আরও পড়ুনঃ বুথে নেই পর্যাপ্ত আলো, ইভিএম-এর ওপর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভোট দিচ্ছেন ভোটাররা

নীতি আয়োগের প্রস্তাবের পরে, নামগুলি পাঠানো হবে বিলগ্নিকরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের সচিবদের কাছে। এরপরে ক্যাবিনেটের সীলমোহর মিললেই ঘোষিত হবে নাম।রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মী ইউনিয়ন এর বিরুদ্ধে আন্দোলনে নামবে হুঁশিয়ারি দিয়েই রেখেছে।

তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ব্যাংক বেসরকারিকরণ হলেও কর্মীদের বেতন ও পেনশন যাতে যথাযথ থাকে সে বিষয়ে দৃষ্টি থাকবে সরকারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here