আই এসএল নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের আশা জাগালেন নিতু সরকার

0
155

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কি বলা যাবে প্রদীপ নেভার আগে হঠাৎ করে জ্বলে ওঠা, না কামব্যাক করার স্বপ্ন। এই মরসুমে আইএসএল নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের আশা আলো দেখা গেলো। অন্তত লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার দীর্ঘদিন পর চুপ থাকার পর যে মুখ খুললেন সেটা নিয়ে অন্তত তাই বলা যায়।

nitu sarkar | newsfront.co
নিতু সরকার। ফাইল চিত্র

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাল হলুদ শীর্ষ কর্তা বলেন, “দেখুন এই মরসুমে আইএসএল খেলার দরজা এখনও আমাদের জন্য খোলা আছে। এর আগে আমরা ৫০ শতাংশ নিশ্চিত ছিলাম আইএসএল খেলার কিন্তু যেভাবে সম্ভাব্য স্পনসরের সাথে কথাবার্তা এগোচ্ছে, তাতে এখন আমরা ৮০ শতাংশ নিশ্চিত।”

আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে আগামীকাল থেকে শুরু অনলাইন আবেদন প্রক্রিয়া

ইনভেস্টর প্রসঙ্গে তিনি জানান, “এই করোনার জন্যই দেরি হচ্ছে আশা করি সমর্থকরা এটা বুঝতে পারছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করছি এই চুক্তিটি ফাইনালাইজ করার নতুন ইনভেস্টরের নাম ঘোষনা করবো। আগেই হতো কিন্তু করোনা হতে দিলো না।‘ এখন দেখার প্রিয় নিতু দার আশ্বাস হাসি ফোটায় কি না সমর্থকদের মুখে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here