শালবনিতে জঙ্গল মহল কাপ উদ্বোধনে জেলাশাসক

0
81

 

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে শালবনি থানা পুলিশের ব্যবস্থাপনায় জঙ্গলমহল কাপ ২০২০ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

inauguration | newsfront.co
উদ্বোধনী অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কোমল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দীনেশ কুমার, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ,শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারী ও শালবনি থানার আইসি গোপাল বিশ্বাস সহ আরো অনেকে।

jangalmahal cup | newsfront.co
নিজস্ব চিত্র

২৩ শে নভেম্বর সোমবার থেকে ২৯ শে নভেম্বর পর্যন্ত থানা পর্যায়ের জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল এলাকার প্রতিটি থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। শালবনি ব্লকের ১৩০ টি দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ফুটবল, কবাডি, তিরন্দাজি, আদিবাসী নৃত্য প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।

playing | newsfront.co
নিজস্ব চিত্র

পুরুষ ও মহিলা বিভাগে খেলাগুলি অনুষ্ঠিত হবে । জঙ্গলমহল কাপ প্রতিযোগিতা কে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকাজুড়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সোমবার শালবনি থানার জঙ্গলমহল কাপ প্রতিযোগিতার উদ্বোধন করে জেলাশাসক রেশমি কোমল সকলকে শুভেচ্ছা জানান এবং জঙ্গলমহলকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ আইস্ক্রীমের কাঠির উপর চারজন মনীষীর ছবি এঁকে বিশ্ব রেকর্ড মলয় ঘোষের

তিনি বলেন এই খেলার মাধ্যমে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। খেলাধূলার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাই জঙ্গলমহলের ছেলেমেয়েদের খেলাধূলার জন্য পুলিশের উদ্যোগে এই জঙ্গলমহল কাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা আবহে ছটপুজোয় মাতল উত্তর থেকে দক্ষিণ

তিনি করোনা পরিস্থিতির জন্য সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহার করে জঙ্গলমহল কাপ প্রতিযোগিতার খেলা গুলি দেখার জন্য মাঠে আসার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গলমহলকাপ ২০২০ প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here