বেহাল সড়ক মেরামতির আর্জি জানিয়ে মেলেনি ভরসা, অবরোধে সামিল মহেন্দ্র নাগরিক কমিটি

0
47

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

হরিরামপুর ব্লকের এক নম্বর বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্র এলাকায় আজ সকাল সাড়ে নয়টা নাগাদ বালুরঘাট ইটাহার রাজ্যসড়ক অবরোধ করে মহেন্দ্র নাগরিক কমিটি।

Behal | newsfront.co
এলাকার সমস্যা খতিয়ে দেখছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গঙ্গার পাড় বাঁধানো নিয়ে অনিয়মের অভিযোগ, অনুমতি না নিয়েই কাটা হচ্ছে ফসল

তাদের দাবি, দীর্ঘদিন ধরে মহেন্দ্র থেকে মালসারাপুর যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই। তারা বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ হয়নি। তাই আজ বাধ্য হয়ে এলাকাবাসীরা মহেন্দ্র এলাকায় এই পথ অবরোধ করেন বলে জানান।

এদিকে এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন যে ইটালঘাটি শ্মশানে পথবাতির ব্যবস্থা করার জন্য। শুধু সেখানেই নয়, মহেন্দ্র উচ্চ বিদ্যালয় মোড়ে ও মহেন্দ্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এলাকায় পথবাতির ব্যবস্থা করা কথাও দাবি করেছেন তারা।

Police force | newsfront.co
উপস্থিত পুলিশিবাহিনী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেতন কাঠামো ঘোষণার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি গ্রামীণ সম্পদকারীদের

কিন্তু তাদের এইসব দাবি-দাওয়ায় প্রশাসনিক কর্মকর্তারা কান দেননি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন আজ এই পথ অবরোধে সামিল হন। এই পথ অবরোধের খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।

অবরোধকারীদের দাবি, সমষ্টি উন্নয়ন আধিকারিক যতক্ষণ না এসে তাদের সাথে কথাবার্তা বলবেন বা কাজ কতদিনে শুরু হবে পরিস্কার ভাবে জানাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। নাগরিক কমিটির সদস্য শিবেন সরকার, ভরত দাস, জবাইনুর রহমান ও অজিত বাবুরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত।

আমরা বিগত দিনে বহুবার আমাদের এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি কিন্তু প্রশাসন সূত্রে শুধু আশ্বাসই মিলেছে। কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা এই পথ অবরোধে সামিল হয়েছি ।

অবশেষে হরিরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমান বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং মহেন্দ্র থেকে মালসারাপুর পর্যন্ত যে রাস্তাটির বেহাল অবস্থায় পড়ে আছে সেই রাস্তাটি কিছুটা হেঁটে পরিদর্শন করেন।

তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন যে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলি নিয়ে তিনি উপরমহলে জানাবেন এবং কাজ শুরু করার ব্যবস্থা করবেন। সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাস পেয়ে অবরোধকারীরা নিজেদের অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here