মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
মাদক কাণ্ডে এবারেও জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান। আজ, সোমবারই তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেন। ফলে আজও আরিয়ানের জামিন মঞ্জুর করল না আদালত। এরপরই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে মুম্বই সেশন আদালত।
গত শনিবার মুম্বই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের। রবিবার গ্রেফতার করা হয় শাহরুখপুত্র-সহ বাকিদের। এরপরই জানা যায়, যে এদিন ওই বিলাসবহুল ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। প্রথমে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন আরিয়ান ও তাঁর সঙ্গীরা।
গত বৃহস্পতিবার মুম্বইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। সঙ্গে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শুক্রবার মাদক কাণ্ডে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল।
হোয়াটসঅ্যাপে ফুটবল নিয়ে কথোপকথন চালাতেন আরিয়ান। আর সেই কথোপকথন খতিয়ে দেখেই শাহরুখ পুত্রকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু আদতে আরিয়ান ‘নির্দোষ’। এমনই দাবি করেছেন শাহরুখ খান নিযুক্ত আইনজীবী সতীশ মানশিণ্ডে।
আরও পড়ুনঃ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর ইস্যুতে বেরল না রফাসূত্র, ভেস্তে গেল সেনাস্তরীয় বৈঠক
অপরদিকে, সরকারী আইনজীবী অনিল সিংহের কথায়, আরিয়ানের হোয়াটসঅ্যাপে কথোপকথনের বিষয় কখনওই ফুটবল ছিল না। ওই চ্যাটে কোনও মাদক চক্রের সঙ্গেই সাংকেতিক ভাষায় কথোপকথন চালাতেন আরিয়ান। দুই আইনজীবীর বক্তব্য শোনার পর বিষয়টি আরও খতিয়ে দেখার জন্যই শাহরুখ পুত্র আরিয়ানকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
আরও পড়ুনঃ সলমন খানের কণ্ঠে এবার শোনা গেল ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’
এরপরই শাহরুখের আইনজীবী অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিল। কিন্তু শেষপর্যন্ত শুক্রবার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। তারপর শনি এবং রবিবার, দু’দিন আদালত বন্ধ থাকার কারণে আজ, সোমবার ঘরে ফিরতে পারবেন বলেই আশা করেছিলেন আরিয়ান। কিন্তু তা সম্ভব হল না। আজ সোমবারও জামিন মঞ্জুর করল না আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584