সুদীপ পাল,বর্ধমানঃ
আগামী ৯ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বর্ধমান-দুর্গাপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।বিষয়টি নিয়ে স্থানীয় কর্মী-সমর্থকরা একদিকে যেমন অস্বস্তিতে। তেমনই তাঁদের মনোবলও কমছে ধীরে ধীরে।কর্মীদের বক্তব্য,তৃণমূল কংগ্রেস এবং সিপিএম প্রার্থী বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার করছে অথচ এখনও মাঠেই নামতে পারেনি বিজেপি।
বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী কে হবেন তা নিয়ে বিভিন্ন নাম শোনা গিয়েছে।কখনও লকেট চট্টোপাধ্যায়, কখনও সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পল-এর নাম মৌখিক প্রচার চললেও কোন সিদ্ধান্ত হয়নি।আর হাতে গোনা কয়েক দিন পরেই নির্বাচন।এখনও নাম ঘোষণা হলো না ফলত প্রার্থী সবকটি বিধানসভা এলাকায় ঘুরতে পারবেন কিনা তা নিয়ে উঠছে সংশয়।
আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ সিপিএমের
বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দী বলেন, প্রার্থী ঘোষণা হতে দেরি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।প্রার্থীর নাম ঘোষণা হলে আমরা সোমবার মনোনয়নপত্র জমা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584