মোমবাতি মিছিল নয় জরুরি আর্থিক সাহায্য সেনা তহবিলে দিলেন প্রতিবন্ধীরা

0
74

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

no candle rally only financial help by handicraft people
সেনা তহবিলে সাহায্যের জন্য একত্রিত প্রতিবন্ধী কল্যাণ সমিতি নিজস্ব চিত্র

বলতে চলতে দেখতে অসুবিধা।এরকম কিছু মানুষ একত্রিত হয়ে আর ৫ জন সাধারণ মানুষের মতো দেশের জন্য প্রাণ দেওয়া ৪৪ জন বীর শহীদদের সম্মান জানানোর জন্য মোমবাতি মিছিলের আয়োজন করেন।
পরবর্তীকালে তারা এটা বোঝে ১০০ মোমবাতির দাম ৫০০ টাকা।সেই টাকাটা ও যদি পৌঁছে দেয়া যায় তাদেরই পরিবারবর্গের হাতে,হয়তো সর্বস্বান্ত পরিবারটিরের কোন না কোন কাজে লাগতে পারে।

no candle rally only financial help by handicraft people
নিজস্ব চিত্র

আরও পড়ুন: শহীদ স্মৃতিতে এবিটিএ-এর মোমবাতি মিছিল

কারো কাছে অর্থ সাহায্য চেয়ে নয়,নদীয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির উৎপাদিত পণ্য,মাশরুম ডালের বড়ি,পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ বিক্রির চার দিনের লভ্যাংশ একত্রিত করে ১১৭০ টাকা দান করল ইন্ডিয়ান আর্মি ওয়েল ফেয়ার সোসাইটির তহবিলে। উপস্থিত ছিলেন নদিয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মলয় দে সহ সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here