ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ভারতের ৩২৫ টি জেলায় এখনো কোনো কোনো সংক্রমনের হদিস নেই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হচ্ছে ২৭টি জেলায় বিগত ১৪ দিন কোনো করোনা সংক্রমণের হদিস নেই। মাহে, পুদুচেরিতে বিগত ২৮ দিন কোনো সক্রিয় করোনা আক্রান্তের হদিস নেই।
উল্লেখ্য ২৭ টি জেলার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া, বিহারের পাটনা, রাজস্থানের প্রতাপগড়, গুজরাটের গিরসোমনাথ ও পুর বন্দর। এছাড়াও রয়েছে তেলেঙ্গানা, উত্তর প্রদেশ,গোয়া, মনিপুরের একটি করে জেলা।
325 districts in India have not reported any COVID19 cases. Mahe, Puducherry has not reported any fresh positive case for the last 28 days. 27 districts (in the pic below) have not reported any new case during the last 14 days. pic.twitter.com/HnGlBjYn9D
— ANI (@ANI) April 16, 2020
তবে উল্লেখযোগ্যভাবে কর্নাটকের ৫টি জেলায় বিগত ১৪ দিনে নতুন কোন আক্রান্তের সংখ্যা নেই ।ছত্রিশগড়ের ৩ টি এবং কেরালার ২ টি জেলায় নতুন কোন করোনা আক্রান্তের হদিস নেই।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত বেড়ে ১৪৪, মৃত ১০
প্রসঙ্গত উল্লেখ্য গোটা দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্র সরকার আগামী ৩ রা মে পর্যন্ত লকডাউন জারি রাখার নির্দেশ দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584