নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বহরমপুর সার্কেলের তৃণমূলের নতুন জেলা সভাপতি পদে শাওনী সিংহ রায় আসার পর থেকে একাধিকবার ঘোষণা করা হয় যে, দলের প্রধান উপপ্রধানদের বিরুদ্ধে কোনোভাবেই অনাস্থা আনা যাবে না। তবে জেলা সভাপতির কথায় কোনো তোয়াক্কা না করেই জেলায় একের পর এক পঞ্চায়েতে অনাস্থা হয়েই চলেছে।
এদিন ডোমকল ব্লকের ১০ নম্বর ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুটুল হালসানার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়। প্রধানসহ মোট ২০ জন পঞ্চায়েতের সদস্য।
তাদের মধ্যে প্রধানসহ ১৭ জন গ্রাম পঞ্চায়েত মেম্বারের উপস্থিতিতে বিডিও প্রতিনিধির সামনে হাত তুলে সমর্থন জানিয়ে উপপ্রধান টুটুল হালসানাকে উপপ্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
আরও পড়ুনঃ সাসপেন্ড হওয়া অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী, ৩ দিনের মধ্যে দিতে হবে জবাব
এদিন পঞ্চায়েত সদস্য আনারুল হক এবং প্রধান আরফাতোন মন্ডল সাংবাদিকদের বলেন, টুটুল হালসানা নিজের ভুলের জন্যই তাকে তার পদ থেকে অপসারণ করা হল। অনেক দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর তাই এই সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584