সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলায় করোনা ভাইরাস সংক্রান্ত খবরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা। ইতিমধ্যেই জেলায় উনিশ জনের কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। জানা গেছে, সম্প্রতি এক করোনা আক্রান্তের মৃত্যু হয় কলকাতায়। ওই রোগীকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল।
আরও পড়ুনঃ যুবকর্মীদের জন্য মাস্ক- স্যানিটাইজার বিতরণ জেলা যুব তৃণমূল সভাপতির
সেই ঘটনায় দুই হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৬১ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তারমধ্যে ১৯ জনের লালারস পরীক্ষা জন্য উত্তরবঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে হাসপাতাল থেকে আসা তাঁদের সব রিপোর্টগুলি নেগেটিভ এসেছে বলে দাবি বর্ধমান জেলা প্রশাসনের।
উল্লেখ্য কয়েকদিন আগে খণ্ডঘোষ ব্লকের একজন করোনা আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসা কয়েক জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। যদিও তার রিপোর্ট এখনও আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584