নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
১০১ দিনে সংক্রমণ মুক্ত! করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ডিরেক্টর জেনারেল অফ হেলথ, ডাঃ এশলি ব্লুমফিল্ড জানান, ১০১ দিন নতুন করে করোনার সামাজিক সংক্রমণ মুক্ত দেশ, যা করোনা যুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই মুহূর্তে এক মাইল ফলক।
তিনি আরও বলেন, এত কম সময়ে কাজটি মোটেই সহজ ছিল না। যে মুহূর্তে তাঁরা বুঝতে পারেন, করোনা ঠিক কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে; তখনি সংক্রামিত মানুষদের এবং তাদের সংস্পর্শে আসা মানুষদের সম্পূর্ণ আলাদা রেখে প্রথম গোষ্ঠীর ক্ষেত্রে চিকিৎসা শুরু করা এবং দ্বিতীয় গোষ্ঠীকে অবজারভেশনে রেখে বাকিদের সংস্পর্শে আসতে না দেওয়া এটিই ছিল তাঁদের প্রাথমিক ব্যবস্থা।
তারপরে সম্পূর্ণ লকডাউন, যা নতুন করে দেশে সংক্রমণ না হওয়া একেবারে সুনিশ্চিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিনন্দন জানিয়েছে নিউজিল্যান্ডকে। যেখানে অন্যান্য দেশে আবার নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে সেখানে নিউজিল্যান্ড এত কম সময়ে এভাবে করোনা আক্রমণ রুখে দিতে পেরেছে যা মোটেই সহজ কাজ নয়।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া, পুতিন কন্যার উপর প্রথম প্রয়োগ
শপিং মল, রেস্তোরাঁ, বার, নাইটক্লাব, সিনেমা হল সব কিছু খুলে দিয়েছে সরকার, তাও সতর্কতা মেনে কোভিড ট্র্যাকারে চোখ রাখার আবেদন জানানো হয়েছে জনসাধারণের কাছে যাতে নতুন করে কোনভাবেই গোষ্ঠী সংক্রমণের চেহারা না নিতে পারে কোভিড১৯।
দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনে পরিবর্তন? মাত্র একটি, কোন বিদেশির প্রবেশ নিষেধ। নিউজিল্যান্ডের প্রবাসী নাগরিক যাঁরা দেশে ফিরছেন ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584