জয়জীবন গোস্বামী, বাঁকুড়াঃ
বাঁকুড়া শহরে মিষ্টির দোকান খুললেও ভীড় নেই দোকানগুলিতে। গত সাত দিনে নষ্ট হয়েছে প্রায় দু’লক্ষ লিটার দুধ। ক্রমশ বাড়ছিল প্রাণিসম্পদ শিল্প ধ্বংস হয়ে পরার আশঙ্কা। পাশাপাশি ক্ষতির মুখে ছিলেন মিষ্টি শিল্পের সঙ্গে যুক্ত ১১ লক্ষ ব্যবসায়ী। সোমবার নবান্নে বৈঠকে পর দিনের একটা নির্দিষ্ট সময়ে মিষ্টির দোকান খোলা রাখার অনুমতি পাওয়া যায়।
রাজ্যজুড়ে বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে। আর এর ফলে খুলে গেল রাজ্যের প্রায় ৩৫% মিষ্টির দোকান। বাদ যায়নি বাঁকুড়া শহরের মিষ্টির দোকানও। লকডাউনে বাড়িতে তেঁতো মুখ করে বসে থাকা বাঙালির কাছে নবান্নের এ সিদ্ধান্ত জীবনদায়ী অক্সিজেন থেকে কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তবে মিষ্টির দোকান খুললেও ভির নেই বাঁকুড়া শহরের মিষ্টির দোকানগুলোতে খুশির হাওয়া কোথাও যেন বিলীন হয়ে গেছে।
আরও পড়ুনঃ সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ গ্রাহকদের
এক দুগ্ধ ব্যবসায়ী বলেন, ১২ টা থেকে ৪ টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রেখে লেবারদের পয়সা দেবো নাকি ছানাওয়ালাদের পয়সা দেবো তাই ভেবে কুল পাচ্ছিনা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন সেদিকে তাকিয়ে রয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584