মিষ্টির দোকান খোলা রেখেও দেখা নেই ক্রেতার, সংকটে ব্যবসায়ীরা

0
40

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে নির্দিষ্ট সময়ের জন্য দোকান খুলে চরম ক্ষতির মুখে রায়গঞ্জের মিষ্টি ব্যবসায়ীরা। প্রথমত কয়েক ঘন্টা দোকান খোলা তার উপর ওই সময়ে ক্রেতা না আসায় ফলে পড়ে থাকছে নানা ধরনের মিষ্টি। যার ফলে মিষ্টি একক হারে বিক্রি না হওয়ার জন্য তা সহজেই নষ্ট হয়ে যাচ্ছে।

sweet shop | newsfront.co
দোকান খোলা, নেই ক্রেতা। নিজস্ব চিত্র

যার জন্য সরকারের কাছে মিষ্টি দোকান খোলার সময় পরিবর্তনের দাবি জানালেন উত্তর দিনাজপুর জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা। লকডাউনের সময়ে খাদ্যসরূপ মিষ্টির দোকান খোলার জন্য রাজ্য সরকার থেকে বরাদ্দ সময় করা হল বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে।

আরও পড়ুনঃ করোনার হটস্পট এগরা, সংক্রমণ রুখতে সিল দুই মেদিনীপুরের সীমান্ত

এ সময় চৈত্র মাসের দুপুরে এমনিতেই মানুষ ঘর থেকে বেরতে চায় না । তার মধ্যে সারা রাজ্য তথা দেশ জুড়ে চলছে লকডাউন পিরিয়ড। ফলে দুপুরবেলা মিষ্টির দোকান খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না বলে দাবি বিক্রেতাদের।

দোকানে তৈরি করা মিষ্টি দিনের পর দিন শো-কেসেই পড়ে থাকছে। তাই দু’দিন বাদেই নষ্ট হচ্ছে সেই মিষ্টি। এর ফলে কাঁচামাল কেনা থেকে শুরু করে কারিগরের মজুরি এবং বিদ্যুতের বিল দিতে খরচ হচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু ক্রেতার দেখা না মেলায় চরম ক্ষতির মুখে পড়ছেন জেলার মিষ্টান্ন ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here