নিজস্ব প্রতিবেদক, কোলকাতা:
গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ জানুয়ারি থেকে ১৫ শতাংশ বকেয়া ডি এ দেবে রাজ্য সরকার। ঘোষণা করা সত্ত্বেও গত ১১ তারিখ আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ নেয়। গতকাল জারি হয় সেই নির্দেশিকা। আজ আদালতে সেই নির্দেশিকা পেশ করে রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত।
ডি এ নিয়ে মামলাকারি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর আইনজীবী সর্দার আমজ়াদ আলি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ডি এ -এর বিস্তর ফারাকের কথা আদালতের সামনে তুলে ধরলে রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত বলেন, সরকারি কর্মীদের আর কোনও ডি এ বকেয়া নেই।
তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীতা মাত্রে মনে করিয়ে দেন যে হাইকোর্টের স্টাফরাও ডি এ নিয়ে ভুগছেন। ফলে আজ এই মামলার সমাধান হয়নি। মামলার পরবর্তী শুনানি নভেম্বরে হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584