বাড়ি ফিরতে গিয়ে পরিযায়ী মৃত্যুর তথ্য নেই! সংসদে জানালো কেন্দ্র

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মহামারি পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশন শুরু হল আজকে। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সম্পর্কে কোনো তথ্য নেই কেন্দ্রীয় সরকারের হাতে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল অন্তত আশি জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে লকডাউনের সময় বাড়ি ফিরতে গিয়ে। তারপর ৯ মে থেকে ২৭ মে শ্রমিক স্পেশাল ট্রেনে তাঁদের নিজের রাজ্যে ফেরানো হয়।

Migrant worker | newsfront.co
ফাইল চিত্র

অধিবেশন চলাকালে লোকসভায় প্রশ্ন ওঠে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ৬৮ দিনের লকডাউন ঘোষণা করে কেন্দ্র সরকার। সেই সময় বহু পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরতে গিয়ে প্রাণ হারান।

সে সম্পর্কে সরকারের কাছে কি তথ্য আছে এবং রাজ্যওয়াড়ি কোনো হিসেব আছে কিনা? এর উত্তরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় এই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে এখনও নেই।

আরও পড়ুনঃ ফের লকডাউন নিয়ে গুজব, জানাল পিআইবি

প্রশ্ন ওঠে সরকার কি এই মৃত শ্রমিকদের পরিবারগুলি জন্য কোনো রকম ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিল? এসবের কোনো উত্তর সরকারের কাছে না থাকলেও কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানায় মোট ১.০৪ কোটি পরিযায়ী শ্রমিক এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি, ৩২.৪ লক্ষ, এরপর বিহার ১৫ লক্ষ, তারপরেই রাজস্থান, ১৩ লক্ষ।

আরও পড়ুনঃ গভীর রাতের অন্ধকারে উমর খালিদকে গ্রেফতার

সরকার জানায় মোট ৪৬১১ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে তাঁদের নিজের নিজের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হয়। মোট ৬৩.১৭ লক্ষ শ্রমিক ট্রেনে করে তাঁদের নিজের রাজ্যে ফিরেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here