নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের রাঙ্গালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ছয় মাস ধরে নেই কোন চিকিৎসক। নেই কোন স্থায়ী নার্স কিংবা ঝাড়ুদারও।একমাত্র ফার্মাসিস্ট দিয়েই চলছে রোগী দেখা ও ওষুধ দেওয়ার কাজ । এমনকী কেটে গেলে সেলাইও পর্যন্ত করতে হয় এ ফার্মাসিস্টকেই। তাই স্থায়ী চিকিৎসক এবং নার্সের অভাবে কোনও মতে চলছে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
খড়িবাড়ি ব্লকের আদিবাসী অধ্যুষিত এই রাঙ্গালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেটির উপর নির্ভর করে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫-২০ হাজার গ্রামবাসী। কারণ ১৪ কিমি দূরে নকশালবাড়ি এবং ১০কিমি দূরে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে রোগী দেখানোর চেয়ে প্রাথমিকভাবে এই স্বাস্থ্যকেন্দ্রটির উপরই তাদের বেশি ভরসা করতে হয় বলে স্থানীয় সূত্রের খবর।
এক সময় চিকিৎসক, নার্স, গ্রুপ ডি স্টাফ সবই ছিল। গ্রুপ-ডি ও ঝাড়ুদার অবসর গ্রহণের পর স্বাস্থ্য দপ্তর থেকে আর কোন কর্মী দেওয়া হয় নি। যে চিকিৎসক ছিলেন তিনি ছুটি নেওয়ার পর বিগত চার মাস যাবৎ কাজেই যোগ দেন নি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। অগত্যা স্বাস্থ্য দপ্তরের অনুমতিতে এক প্রকার বাধ্য হয়েই স্টেথো দিয়ে রোগীর রোগ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন ফার্মাসিস্ট। শুধু তাই নয় গ্রুপ-ডি ও ঝাড়ুদারের কাজও করতে হচ্ছে ফার্মাসিস্টকেই।
তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে সপ্তাহে এক-আধ দিন ডাক্তার পাঠানো হচ্ছে । ফলে বর্তমানে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। সরকারি একটি স্বাস্থ্যকেন্দ্রের এহেন দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে এলাকার বাসিন্দা সুমিত মাহাতো,বিরসা ওঁরাও,রাজু কুজুর অমিত মাহাতোরা এদিন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে বলেন, দিনের পর দিন এখানে তেমন কোনও ডাক্তার নেই। ডাক্তারবাবু না থাকায় এখানকার ফার্মাসিস্ট রোগী দেখে ওষুধও লিখে দেন।তারা দ্রুত হাসপাতালে ডাক্তার দেওয়ার দাবি জানান। অপরদিকে ফার্মাসিস্ট শুভ্রা নন্দী রোগী দেখার বিষয়টি স্বীকার করে বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি এ কাজ করছেন। দ্রুত চিকিৎসক প্রদানের জন্য তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন বলে জানান।
খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রফুল্লিত মিঞ্জ হাসপাতালে চিকিৎসক ও কর্মীর অভাবের বিষয়টি স্বীকার করেন। দ্রুত ওই হাসপাতালে চিকিৎসক প্রদানের বিষয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584