নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকারের কৃষি ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন এর ডাকা সারা ভারত বন্ধে কৃষক ও শ্রমিক শ্রেণী তেমন সাড়া দেয়নি আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকে।
বৃহস্পতিবার সকালে বন্ধ সমর্থনকারীরা বীরপাড়া শহরের রাস্তায় নামলেও বীরপাড়া শহরে সর্বাত্মক বন্ধ হয়নি। তবে টোটো ছাড়া কোন যাত্রীবাহী যান চলাচল করেনি।ব্লকের মাদারিহাটে ও রাঙ্গালিবাজনায় আংশিক বন্ধ হয়েছে।
আরও পড়ুনঃ বনধের প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরে
ব্লকের শিশুবাড়িতে বন্ধের বিন্দু মাত্র প্রভাব পড়েনি। শিশুবাড়িতে সাপ্তাহিক হাট যথারীতি বসেছে। স্থায়ী দোকান গুলি ছিল খোলা। শুধু বন্ধ ছিল ব্যাংক ও পোষ্ট অফিস। অপরদিকে সংশ্লিষ্ট ব্লকের চা বাগান গুলিতে বন্ধের কোন প্রভাব পড়েনি।
আরও পড়ুনঃ বীরভূমে দিলীপ ঘোষের কুশপুত্তলিকায় গোবর ঢালল মহিলা তৃণমূল কর্মীরা
চা শ্রমিকরা বন্ধে সাড়া দেয়নি। ধুমচিপাড়া চা বাগানে বন্ধের আংশিক প্রভাব পড়লেও ধুমচির আশে পাশের বাগান গুলি ছিল খোলা। ডিমডিমা তাসাটি সহ অনান্য বাগান গুলিতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে।
ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বন্ধ সর্বাত্মক বলে দাবি করেন।এদিকে বিজেপির জেলা সহ সভাপতি রাম বিলাস গোয়েল বন্ধ সর্বাত্মক বলে মানতে নারাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584