পুজোর চারদিন চার চাকা ও দু’চাকায় নিষেধাজ্ঞা

0
100

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

দুর্গাপূজার দিনগুলিতে বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত বালুরঘাট শহরে চলবে না মোটরসাইকেল এবং গাড়ী।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ বালুরঘাট শহরের অধিকাংশ পূজা কমিটিগুলির। এবছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে প্রশাসন অনুমোদিত দুর্গাপূজার সংখ্যা ৬৪।মঙ্গলবার বালুরঘাট শহরে জেলা সমাহর্তালয়ের সভাগৃহে ছিল জেলা প্রশাসনের সঙ্গে বালুরঘাট শহরের দুর্গাপূজার আয়োজক ক্লাব এবং কমিটি গুলির সভা।এদিন বালুরঘাটে জেলা সমাহর্তালয়ের সভাগৃহে আয়োজিত এই সভাতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি, জেলা আরক্ষাধিক্ষক প্রসূন ব্যানার্জী,দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তুনু চক্রবর্তী,বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ রাজেন শীল এবং গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্র।সভায় দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক দুর্গাপূজার বিষয়ে জেলা প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত তুলে ধরেন পূজা উদ্যোক্তাদের সামনে।জেলা শাসক দীপাপ প্রিয়া পি এদিন পূজা উদ্যোক্তাদের জানান দুর্গাপূজা উপলক্ষ্যে পূজার দিনগুলিতে শহরে সবসময় জয়েন্ট কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও তিনি জানান ১৬ই অক্টোবর থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত অর্থাৎ পূজার দিনগুলিতে বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত বালুরঘাট শহরে রাস্তায় মোটরবাইক বা চার চাকার গাড়ী চলবে না,তবে আম্বুলেন্স যথাযথভাবে চলাচল করবে অন্যান্য দিনগুলির মত।তিনি এও জানান পূজার দিনগুলিতে মোটরসাইকেল এবং চার চাকার গাড়ী চলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও শহরে টোটো চলাচল করবে।পাশাপাশি জেলা শাসক এদিন পূজা উদ্যোক্তাদের অনুরোধ করেছেন প্রতিটি দুর্গাপূজার মন্ডপে সি.সি.টি.ভি ক্যামেরা লাগানোর জন্য,প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা ও পূজা প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যে যানবাহন প্রবেশ নিষিদ্ধ করার জন্য।

নিজস্ব চিত্র

সভায় উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধিক্ষক প্রসূন ব্যানার্জী পূজা উদ্যোক্তাদের জানান সরকারের পক্ষ থেকে জেলার দুর্গাপূজাগুলিকে বিশ্ব বাংলা পুরস্কার প্রদানের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকেও সেফ ড্রাইভ-সেভ লাইভ থিমের ৩টি দুর্গাপূজাকে পুরস্কৃত করবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি সভার সমাপ্তি ঘোষণা করতেই সভায় উপস্থিত দুর্গা পূজা উদ্যোক্তাদের অধিকাংশই সভাগৃহেই জেলা প্রশাসনের নেওয়া পূজার দিনগুলিতে বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত বালুরঘাটে মোটর সাইকেল এবং চার চাকা গাড়ীর চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে।পূজা উদ্যোক্তা সুপ্রিয় রায় জেলা প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন ‘এক্ষেত্রে মনেহয় সিদ্ধান্ত যথাযথ হয়নি। একটা নির্দিষ্ট সময়ের পর যদি মোটরসাইকেল এবং চার চাকা গাড়ী ছাড়া হয় তাহলে আমাদের মনেহয় মানুষ উপকৃত হবে এবং পূজাকে উপভোগ করতে পারবে।’
অধিকাংশ পূজা উদ্যোক্তাদেরই অভিযোগ সভায় তাদের বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি।দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক দীপাপ প্রিয়া পি জেলা প্রশাসনের সিদ্ধান্তের সমর্থনে যুক্তি পেশ করে বলেন দুর্ঘটনার সংখ্যা হ্রাস সহ ইফটিচিং রুখতে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।পাশাপাশি তিনি এও জানিয়েছেন প্রতিটি পূজা কমিটিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি করে পাস দেওয়া হবে পূজার দিনগুলিতে গাড়ী ব্যবহার করার জন্য।যদিও পূজা উদ্যোক্তাদের অনেকেই প্রশাসনের এই সিদ্ধান্ত মানতে নারাজ। পাশাপাশি প্রশাসনের এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে জানান শহরের অনেক পূজা উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে জেলা পুলিসের উদ্যোগে ফুটবল অ্যাকাডেমি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here