সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট চলাকালীন কোন পরীক্ষা নেওয়া হবে না জানিয়ে দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১ এপ্রিল থেকে স্নাতকস্তরে পার্ট-থ্রির পরীক্ষা শুরু হচ্ছে। দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং বীরভূম জেলার ১০২টি ডিগ্রি কলেজে এই পরীক্ষা শুরু হচ্ছে।
১৯মার্চ বিএডের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। ভোটের আগেই প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। প্রসঙ্গত তৃতীয় সেমেস্টারের পরীক্ষা অনেক আগেই সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকে কারনে তা পিছিয়ে যায়।
আরও পড়ুনঃ শিয়রে ভোট,অগ্রীম বসন্ত উৎসবে তৃণমূল
একই সাথে পিছিয়ে যায় প্রথম সেমেস্টারের পরীক্ষাও।বিশ্ববিদ্যালয়ের অধীন ১৪৮টি সেল্ফ ফিনান্সিং বিএড কলেজে ২০১৮-’২০ শিক্ষাবর্ষের পড়ুয়াদের এনরোলমেন্ট নিয়ে গত অক্টোবর মাস থেকে টালবাহনা শুরু হয়।
এনরোলমেন্ট আটকে দেওয়া হয়। তাতেই পিছিয়ে যায় সম্পূর্ণ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অনিন্দ্যজ্যোতি পাল বলেন, লোকসভা ভোটের আগেই পার্ট-থ্রির পরীক্ষা শেষ হয়ে যাবে। পাশাপাশি বিএডের প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও শেষ হয়ে যাবে ভোটের আগেই।
আর দ্বিতীয়, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা নিয়ে এখন কোনওরকম প্রস্তুতি নেই। স্নাতকস্তরে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ভোটপর্ব মেটার পর সাধারণত মে মাস নাগাদ ওই দুই সেমেস্টারের পরীক্ষা হতে পারে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584