বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত’র মৃত্যু

0
48

শ্যামল রায়,কালনাঃ

One dead in bomb blast
মৃত আফসার শেখ।নিজস্ব চিত্র

নির্বাচনের দিন ঘোষণা হতেই বিভিন্ন এলাকায় বোমা বাঁধতে শুরু করেছে দুষ্কৃতীরা।কালনা থানা এলাকায় নিজের বাড়িতে লুকিয়ে বোমা বাঁধার সময় সোমবার তা ফেটে গুরুতর আহত হয় আফসার শেখ (৩৫)।নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের সুজন নগরের (চর গোয়ালপাড়ার নিকট ) এই আহত ব্যক্তিকে প্রথমে কালনা হাসপাতালে পরে বর্ধমান পাঠানো হয়।

সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত হয়।অন্যদিকে খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে সোমবার সঙ্গে সঙ্গেই পৌঁছে সেখান থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে।মঙ্গলবার মৃত আফসার শেখের বাড়ির সন্নিকট একটি আখের জমি থেকে আরো ত্রিশটি তাজা বোমা উদ্ধার হয়।মৃত আফসার সেখের আদি বাড়ি নদীয়া জেলার নবদ্বীপ থানার বাইচচড়া গ্রামে।

আরও পড়ুনঃ খাকুড়দায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা

স্থানীয় ভাবে জানা গেছে আহত আফসার শেখ সুজন নগরে ডেরা তৈরি করে সেখানে বোমা বাঁধার কাজ করতো।উপরে উপরে তাঁতের কাজ করে বলে মানুষকে জানতো।স্থানীয়দের অভিযোগ পয়সার বিনিময়ে সেই বোমা চলে যেত দুষ্কৃতীদের হাতে।বোমা তৈরি করে পয়সার বিনিময়ে দুষ্কৃতীদের বিক্রি করাই ছিল তার কাজ।মঙ্গলবার খবর পেয়ে দুর্গাপুর থেকে বোম স্কোয়ার্ডের চার জনের একটি দল এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here