মহামারি থাবায় বিশ্বকর্মা পুজো ঘিরে মন খারাপ হলদিয়ার

0
71

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

অতিমারির দাপটে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর আয়োজনে কাটছাঁট। পুজো হবে। কিন্তু থিম নয়, সাবেকি।সংক্রমণের আতঙ্কে প্রশাসনিক নির্দেশকাকে মেনে ও সমস্তরকম সাবধানতা অবলম্বন করেই পুজোর আয়োজন করেছে পুজো উদ‍্যোক্তারা।

Biswakarma Pujo | newsfront.co
হলদিয়ায় বিশ্বকর্মা পুজো মন্ডপ। নিজস্ব চিত্র

অন‍্যান‍্য বছরের মতো এবছর আর পুজোতে ঐতিহ্য, আড়ম্বর লক্ষ‍্য করা যাবে না। ফলে পুজার সংখ‍্যা কমার সাথে সাথে জৌলুস কমেছে শিল্প তালুকের পূজোতে। জোর দেওয়া হয়েছে নানা সামাজিক ও সমাজ সেবামূলক কাজে।কোথাও সংবর্ধনা দেওয়া হবে করোনা জয়ীদের, কোথাও আবার মাস্ক,স‍্যানিটাইজার বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ দেবীপক্ষের সূচনায় পিতৃকূলের উদ্দেশ্যে তর্পন

তবে প্রত‍্যেক বছর পূজোর আগে পুলিশ প্রশাসন থেকে “বিশ্বকর্মা পূজো গাইড লাইন” প্রকাশ করা হত। কিন্তু এবার করোনার জেরে তা আর প্রকাশ করা হয়নি। বরং সমস্ত নির্দেশিকা ও বিধিনিষেধ মেনে পূজোর আয়োজন করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বকর্মার ছোট প্রতিমা বানিয়েই লাভের মুখ দেখতে চাইছে মৃৎশিল্পীরা

এর পাশাপাশি প্রত‍্যেক শিল্প সংস্থাকে মন্ডপের সামনে ভিড় এড়িয়ে চলার ও প্রতিমা দর্শণের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করতে নির্দেশ দেওয়া হয়েছে।শিল্প নগরীর প্রানের উৎসবে এবার পথের কাঁটা হয়ে দাঁড়ালো করোনা। যার জেরে বাজেট কমেছে, জাঁকজমকপূর্ণ জৌলুস হারিয়েছে হলদিয়ার বিশ্বকর্মা পূজা। বুধবার হলদিয়ার হিন্দুস্থান পেট্রোকেমিক্যালের পুজোর উদ্বোধন করেন পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here