অস্ট্রেলিয়া সফরে স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা

0
73

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএল খেলে দুবাই থেকেই অস্ট্রেলিয়া সফরের বিমানে উঠে পড়বে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। লকডাউনের পর করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই প্রথমবার কোনো আন্তর্জাতিক সিরিজে খেলবেন টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য রিজার্ভ দল তৈরি রাখতে ভারতীয়-এ ক্রিকেটার-সহ মোট ৩২ জন উড়ে যাবে অস্ট্রেলিয়ায়।

Virat Anushka | newsfront.co
বিরাট অনুষ্কা। ফাইল চিত্র

অনুশীলনের জন্য পর্যাপ্ত নেট বোলারও নেওয়া হয়েছে। সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং ক্রিকেটার মিলে সফরকারী ব্যক্তির সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। তবে করোনার জন্য দু’মাসের বেশি সময়ের সিরিজে বিরাট কোহলিদের সঙ্গে অবশ্য স্ত্রীদের যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিসিআই।

আরও পড়ুনঃ চেন্নাইয়ের পর পাঞ্জাবের বিরুদ্ধেও সেঞ্চুরি, রেকর্ড ধাওয়ানের

আইপিএলের জন্য ক্রিকেটারদের সঙ্গে স্ত্রীদের থাকতে দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির উপরেই ছেড়ে দেওয়া হয়।

নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে ভারত। যদিও অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার অস্ট্রেলিয়া সফরের সময়েই সন্তান প্রসব করার কথা তাই তাকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here