উমার ফারুক,নিউজ ফ্রন্ট,গাজোল:
‘মানুষ মানুষের জন্য’ এই ধ্রুব সত্য আবার ও প্রমাণিত।বন্যার কবলে মালদার বেশিরভাগ অঞ্চল।হাজার হাজার মানুষ এই প্লাবনে ক্ষতিগ্রস্ত।বন্যা দুর্গত মানুষের অভিযোগ সরকারি ত্রাণের কোন খোঁজ নেই সেই অর্থে।
বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত মানুষের হাতে চিড়ে, মুড়ি,গুড়,পানীয়জল ও রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে।গত সোমবার গাজোল থানার মশালদীঘি গ্রামের কিছু যুবক উদ্যোগ নিয়ে ভাত, ডাল, সোয়াবিনের তরকারি পৌঁছে দিলেন প্রত্যন্ত এলাকায়।মশালদীঘি থেকে আহোড়া পর্যন্ত,৩৪নং জাতীয় সড়কের ধারে আশ্রয় নেওয়া মানুষের হাতে এই ত্রাণ তুলে দেন।এছাড়া ও করকোচ অঞ্চলের মালডাঙ্গা,ভাঙ্কুরার জলবন্দি মানুষের কাছে নৌকা করে ভাত,ডাল,তরকারি পৌঁছনো হয়।
এই মহৎ কাজে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গজেন কুমার বাড়ই।ত্রাণ বিতরণে সহযোগিতা করেন শিক্ষক কৃষ্ণকান্ত সরকার,মিঠুন বিশ্বাস,চন্দন পাল,কিশলয় বিশ্বাস,অমূল্য হালদার সহ এলাকার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584