উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা:
বন্যার্ত মানুষের আর্তচিৎকারে মালদার আকাশ বাতাস ভারি হয়েগেছে।আর এই অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সহৃদয় ব্যক্তি থেকে বিভিন্ন সংগঠন।মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হরিশচন্দ্রপুর ২ব্লকের ভৈরবপুর,ডেকুল,টাংটাঘাট সহ আশপাশের অন্যান্য গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড.নজিবর রহমান বলেন-আমরা বন্যার্ত মানুষদের ৪৫০প্যাকেট খাবার বিতরণ করি।প্যাকেটে ছিল চিড়া,চিনি,বিস্কুট,দুধ,ডাল, লবন,সরিষার তেল,মোমবাতি,দেশলাই,পানীয়জলের বোতল ইত্যাদি।ত্রাণ বিতরণ কার্যে অংশ নেন ফাউন্ডেশনের সম্পাদক অধ্যাপক ড.নুরুল ইসলাম,সামসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল ওয়াহাব,গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সাইফুদ্দিন,ড.নাজমুল হক,আইনজীবী সাঈদ আনিস,অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল,বুধিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।ত্রাণ বিতরণে সহায়তা করেন কালিয়াচক কলেজের এন.সি.সি সদস্যবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584