মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ভেস্তে গেল দু’দেশের ১৩ দফার সেনাস্তরীয় বৈঠক। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে নারাজ চিন। রবিবার চিনের দিকে মোল্ডো পয়েন্টে দু’দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক বসেছিল। বৈঠকের আগে থেকেই একটা টানটান উত্তেজনা ছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। এই বৈঠকে আদৌ কোনও রফাসূত্র বেরোয় কিনা সেদিকেই নজর ছিল রাজধানী দিল্লীর। কিন্তু শেষপর্যন্ত রবিবার সাড়ে আটঘন্টার বৈঠকে কোনও সমাধানসূত্র বেরল না।

ভারতীয় সেনার দাবি, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে যদি চিন সেনা সরিয়ে নেয়, তবেই ভরাতীয় সেনা সেখান থেকে সরে আসবে। এরকমই একটা গঠনমূলক আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল চিনের কাছে। চিনের তরফে কিছুতেই সেনা প্রত্যাহারের প্রস্তাব মানা হচ্ছিল না এবং আগামীদিনে আলোচনা সম্ভব, এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। কোনও ভাবেই সহযোগিতা করতে চায়নি চিন। ফলে সেনা সরানোর বিষয়টি আপাতত স্থগিত রয়ে গেল।
আরও পড়ুনঃ মহাকাশ গবেষণায় একাধিক সংস্থার মিলিত উদ্যোগে তৈরি ‘ইসপা’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রবিবারের আলোচনা ব্যর্থ হলেও দুই দেশই নিয়মিত যোগাযোগ বজায় রাখা ও পূর্ব লাদাখে শান্তি বজায় রাখতে সহমত হয়েছে। পরে সেনা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এছাড়াও, সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমরা আশা করছি চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি মাথায় রাখবে এবং এই সমস্যাগুলির নিয়ে দ্রুত সমাধানের দিকে অগ্রসর হবে।’
আরও পড়ুনঃ “গনতন্ত্রের জন্য বিপজ্জনক ফেসবুক”, বিস্ফোরক মন্তব্য সদ্য নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া রেসার
এর আগে প্রায় দু’মাস আগে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর ইস্যুতেই দু’দেশের বৈঠক হয়েছিল। সেই সময়ের বৈঠকের পর নিয়ন্ত্রণরেখার গোগরা এলাকা থেকে লাল ফৌজ সরিয়ে নিয়েছিল চিন। কিন্তু এবারের বৈঠকে চিন সেনা সরানোর বিষয়ে কিছুই জানায়নি। সেনা সরানোর ইস্যুতে ভারত সম্পূর্ণ সহযোগিতা করলেও চিন কোনোরকম সহযোগিতাই করছে না। ফলে এর কোনও সমাধানসূত্রও এখনও পর্যন্ত মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584