মুসলমানদের প্রার্থী করা হবে না, জানালেন বিজেপি মন্ত্রী

0
386

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মুসলমান কাউকেই বিজেপি প্রার্থী করবে না ভোটে, স্পষ্ট জানালেন কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কে এস ওয়ারাপ্পা। বেলাগাভি উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির এই মন্ত্রী বলেন, বিজেপি হিন্দু সম্প্রদায়ের থেকে যে কোনও গোষ্ঠীর সদস্যকে দলের টিকিট দিতে রাজি। সম্ভবত লিঙ্গায়েত, কুরুবাস, ভোক্কালিগাস অথবা ব্রাহ্মণদের মধ্যেই কেউ প্রার্থী হবেন। কিন্তু কোনও মতেই মুসলিমদের প্রার্থী করা হবে না।

BJP political party | newsfront.co
ফাইল চিত্র

গত বছর এপ্রিল মাসেও এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন কর্নাটকের এই বিজেপি নেতা। কোপ্পালে গিয়ে তিনি বলেছিলেন যে, মুসলিমরা বিজেপিকে ভরসা করেন না, তাই ওই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হবে না।

আরও পড়ুনঃ কৃষক বিক্ষোভে ব্যতিব্যস্ত সরকার, গভীর রাতে নাড্ডার বাড়িতে শাহ-সিং

কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছিলেন, কংগ্রেস মুসলিমদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করে, কিন্তু টিকিট দেয় না। যদি মুসলিমরা বিজেপির উপর আস্থা ও ভরসা রাখেন তাহলেই একমাত্র তাদের টিকিট দেওয়া হবে বলে পরে কথা ঘুরিয়ে তাদের আশ্বাস দেন কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কে এস ওয়ারাপ্পা।

আরও পড়ুনঃ শুভেন্দু দলেই আছেন, শিলিগুড়িতে জানালেন ফিরহাদ

এই প্রসঙ্গে রাজ্য বিজেপির কুরবা গোষ্ঠীর এক শীর্ষ নেতা বলেন জেলার মুসলিম নেতা ইকবাল আনসারির প্রশ্ন তুলেছিলেন ভোটের টিকিট বন্টন সম্পর্কে, তার পরিপ্রেক্ষিতেই ওই উত্তর দিয়েছেন মন্ত্রী কে এস ওয়ারাপ্পা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here