নতুন করে জেলা প্রশাসনের নির্দেশিকা হেলমেট ছাড়া তেল নয় পাম্পে

0
192

সুদীপ পাল,বর্ধমানঃ

No oil without a helmet | newsfront.co
ছবিঃ প্রতীকী

হেলমেট না থাকলে পেট্রোল পাম্পে গিয়ে তেল মিলবে না। বছর চারেক আগে এমন নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। কিছুদিন নিয়ম মানা হলেও ধীরে ধীরে নিয়ম মানার ক্ষেত্রে শিথিলতা এসে গিয়েছিল। এবার ফের পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন নতুন করে নির্দেশিকা জারি করল হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে না।

order of DM | newsfront.co
নির্দেশিকা।নিজস্ব চিত্র

২০১৫ সালের জানুয়ারি মাসে অবিভক্ত বর্ধমান জেলায় হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে গিয়ে তেল মিলবে না বলে নির্দেশিকা জারি করেছিলেন তৎকালীন জেলাশাসক সৌমিত্র মোহন। কিন্তু বর্তমানে অভিযোগ উঠছে বহু পম্পেই হেলমেট ছাড়া তেল দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মোটরযান আইন-১৯৮৮ এর ১২৯ নম্বর ধারা অনুসারে, মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক। তবে শিখ সম্প্রদায়ের মানুষদের এই নির্দেশিকার ক্ষেত্রে ছাড় দেওয়া ছিল। পরিবহন দপ্তর ১৭৭ ধারায় হেলমেট না থাকলে জরিমানা করতে পারে বলে উল্লেখ আছে। পুলিশ এই বিষয়ে সচেতন হয়ে ধরপাকড় শুরু করেছিল।

বর্তমানে হেলমেট ছাড়া তেল দেওয়ার ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলিতে উদাসীনতা দেখা যায়। পশ্চিম বর্ধমান জেলাশাসক শশাঙ্ক শেঠি ফের নির্দেশিকা জারি করলেন। হেলমেট ছাড়া পেট্রোল পাম্পের তেল না মেলে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার, আসানসোল দুর্গাপুর মহকুমাশাসককে তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জেলাশাসক।

যদিও পেট্রোল পাম্পের মালিকরা দাবি করছেন, হেলমেট না থাকার জন্য তেল দিতে অস্বীকার করলে অনেক ক্ষেত্রেই মোটরবাইক আরোহীর গোলমাল পাকাতে শুরু করেন। বাধ্য হয়ে তাই তেল দিয়ে দেন পাম্পের কর্মীরা।

আরও পড়ুনঃ তারের ফেন্সিং বাঁকিয়ে সদ‍্য রোপণ করা চারাগাছ চুরি

জেলাশাসক এই বিষয়ে পরামর্শ দিয়েছেন জোর করে তেল নিতে চাইলে পুলিশকে অভিযোগ জানানোর। নিরাপত্তার স্বার্থে এই নিয়ম সকলের মানা জরুরী বলে তিনি উল্লেখ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here