শ্যামল রায়, বর্ধমান:
শনিবার বিকেল চারটে নাগাদ মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলকোটের মাথরুন বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন যে উন্নয়নের বিরোধিতা করলে মঙ্গলকোটে তার ঠাঁই নেই।
তিনি আরও জানিয়েছেন যে শঙ্খধ্বনি নানান রকম হতে পারে- শঙ্খ ধ্বনি বলতে বিজেপির বিদায়ের সুর বলে কটাক্ষ করেছেন।
তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এ দিন। মহিলাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নানাবিধ সুযোগ সুবিধা তৈরি করেছেন তাদের স্বাবলম্বী হয়ে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবার জন্য। তাই মঙ্গলকোটে ইতিমধ্যেই প্রচুর পরিমাণ ঘর দেয়া হয়েছে, আগামীতে আরো দুই হাজার ঘর দেয়া হবে। উন্নয়নের জন্য মঙ্গলকোটবাসী তার কাছে যা চাইবেন তিনি তাই দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী সমস্ত দায়-দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী নেতৃত্বেই উন্নয়নমুখী কাজ চলছে বলে তিনি মন্তব্য করেছেন।
সেদিনকার মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মৎস্য দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মুন্সি, রেজাউল হক, মেহেবুব চৌধুরী, মহিলা সভানেত্রী কুন্তলা মুখোপাধ্যায়, শিক্ষক নেতা আবু বকর সহ অনেকে।
তৃণমূলের মঙ্গলকোটের পর্যবেক্ষক তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপিকে কটাক্ষ করে বলেন যে এদের বিদায়ের সুর বেজে গিয়েছে তাই আগামী দিন মানুষকে যেভাবে ভাগ করার চক্রান্ত করুক ওদের মনের আশা কখনো পূরণ হবে না।
তিনি আরো উল্লেখ করেছেন যে তিনি উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে নিরলসভাবে কাজ করে যাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাতে হাত দিয়ে যেখানে তারা কাজ করে যাচ্ছে যেখানে মানুষের ব্যাপক উন্নয়নমুখী কাজ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
তৃণমূলের নেতা অপূর্ব চৌধুরী বলেন যে তিনি মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সৈনিক হিসাবেই মানুষের পাশে থেকে মানুষের জন্য এলাকার উন্নয়নমূলক কাজ করে যাবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584