নিউজফ্রন্টঃ
ভাঙড়বাসীর আন্দোলনে পিছু হটল রাজ্য সরকার- সেখানে হচ্ছে না পাওয়ার গ্রিড।

দক্ষিন ২৪ পরগনা প্রশাসনের সাথে চুক্তি স্বাক্ষরিত হল জমি-জীবন-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সঙ্গে। গতকাল প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে পাওয়ার গ্রিড নয়, ভাঙড়ে হবে আঞ্চলিক পাওয়ার স্টেশন।ভাঙড় আন্দোলনের রেডস্টার নেতা সদ্য জামিনে মুক্ত অলীক চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সঙ্গে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিল রাজ্য প্রশাসন।

অলীক চক্রবর্তী বলেন, “আমরা আগেই বলেছিলাম আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান হোক। অবশেষে সেটাই হল। আমরা খুশি।” পাশাপাশি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ‘মঙ্গলবার থেকে শুরু হবে পাওয়ার সাব স্টেশনের কাজ। কোনও সমস্যা হলে সকলকে নিয়ে তৈরি করা জেলা প্রশাসনের একটি সাব কমিটি এর সমাধান করবে।’
মনে করা হচ্ছে, একেবারে কোনও প্রকল্প না হলে সরাসরি হার হত রাজ্য প্রশাসনের।
তাই পাওয়ার গ্রিডের বদলে সাবস্টেশন তৈরির রাস্তায় হাঁটলো রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584