এ বছর সুজাপুরের ময়দানে হবে না ঈদের নামাজ

0
59

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মহামারী করোনার প্রভাব এইবছর গোটা বিশ্ব তথা রাজ্যের সঙ্গে মালদহ জেলাতেও মানুষ ভীত সন্ত্রস্ত। প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং সকল সম্প্রদায়ের মানুষের প্রতি। তাই এবার বাধ্য হয়েই নয়মৌজা ঈদগাহ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বছর এই ঈদগাহ ময়দানে হবেনা নামাজ ও কোনরকম জমায়েত।

closed shop | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার বিকেলে নয়মৌজা ঈদগাহ কমিটির পক্ষ থেকে বৈঠকে সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকবে এবছরের নামাজ। উল্লেখ্য, সুজাপুর নয়মৌজা ঈদগাহ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান।

আরও পড়ুনঃ স্বেচ্ছায় রক্তদান শিবির মহিলা তৃণমূলের

এখানে নামাজ পড়তে লক্ষাধিক মুসলিম ধর্মপ্রাণ মানুষের সমাবেশ হয়। আবাল বৃদ্ব বনিতা মুসলিম ধর্মপ্রাণ মানুষ আট থেকে আশি সকলেই ঈদগাহে এসে নামাজ পাঠ করেন। এক মাসের টানা রমজান শেষে একে অপরেরকে আলিঙ্গন করেন। ঈদের উৎসবে মিলনকেন্দ্র হয়ে ওঠে ময়দান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here