নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তিন ‘বিতর্কিত’ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনে উত্তপ্ত রাজধানী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে যোগ দিচ্ছেন আন্দোলনে, তীব্রতর হচ্ছে আন্দোলন। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, আইনগুলি তৈরি কৃষক স্বার্থ সুরক্ষিত রাখতেই। কৃষকদের সঙ্গে আলোচনায় সরকার প্রস্তুত কিন্তু কৃষিক্ষেত্রের উন্নয়নের বিপরীতে যাওয়ার কোনো প্রশ্নই নেই।
এফআইসিসিআই(FICCI)-এর ৯৩তম বার্ষিক সাধারণ সভায় এদিন রাজনাথ সিং বলেন, প্রত্যক্ষ করা গিয়েছে যে কৃষি এমন একটি ক্ষেত্র, যা করোনা অতিমারীর দুর্যোগ এড়াতে সক্ষম হয়েছে। উৎপাদন ও সংগ্রহ প্রচুর পরিমাণে হয়েছে এবং তার ফলে ওয়ারহাউসগুলো পূর্ণ। কৃষিক্ষেত্রের এই উন্নতির পরিবর্তে কোনও বিপরীতমুখী পদক্ষেপ গ্রহণের প্রশ্নই নেই। সরকার সর্বদা কৃষকদের কথা শুনতে, আলোচনায় বসতে প্রস্তুত।
আরও পড়ুনঃ তৃণমূলের নেতা নেত্রীদের উত্তরপ্রদেশের মত গাড়ি দুর্ঘটনা ঘটবে! বিস্ফোরক মন্তব্য সায়ন্তন বসু’র
কেন্দ্রের সঙ্গে কৃষকদের এযাবৎ কোনো আলোচনা ফলপ্রসূ হয়নি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। আজ ১৯ দিনে পা দিলো দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ। এদিন ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা সকাল ৮ টা থেকে ৯ ঘন্টার অনশনে বসেছেন। কৃষি আইন বাতিলের দাবিতে গত সপ্তাহে ভারত বনধও পালন করেন কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা যোগ দিচ্ছেন এই আন্দোলনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584