রাস্তা নেই,আল পথই একমাত্র ভরসা স্কুলে যাওয়ার

0
80

শিবশঙ্কর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

পাকা রাস্তা দূরের কথা,নেই কাচা রাস্তা।ভরসা জমির আল।স্বাধীনতার পর থেকে এই ভাবেই স্কুলের পঠন পাঠন করতে যেতে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের।

no road to go school | newsfront.co
নিজস্ব চিত্র

দু’দিকে পাট ক্ষেত আর মাঝে সরু আলপথ ৷সেই পথ দিয়েই বর্ষায় হাঁটু সমান কাদা-জল পেরিয়ে যেতে হয় স্কুলে।তাই পাকা রাস্তার জন্য প্রশাসনের কাছে আবেদন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া ও তাদের অভিভাবকদের ৷

no road to go school | newsfront.co
নিজস্ব চিত্র

স্বাধীনতার দু’বছর পরেই তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুরের ইনাতুল্লাপুর মঞ্জুরীচক প্রাথমিক স্কুলটি।বর্তমানে পড়ুয়া সংখ্যা ৮৭ জন৷ শিক্ষক-শিক্ষিকা ৪ জন ৷স্কুলটি গ্রামের মূল রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি মাঠের মধ্যে অবস্থিত।

আরও পড়ুনঃ পঞ্চায়েতের হুঁশ নেই,রাস্তা সারাইয়ে হাত লাগাল স্থানীয়রাই

student | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুলে যাওয়ার জন্য কোনও পাকা রাস্তা নেই৷পাট খেতের মাঝে আল পথ দিয়েই যাতায়াত করতে হয় পড়ুয়াদের।ওই পথ দিয়েই মিড-ডে মিলের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও স্কুলের অন্যান্য সামগ্রী নিয়ে যেতে হয় শিক্ষকদের।২০১৬ সালে এই স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কার পায় ৷

স্কুলের রাস্তা সংক্রান্ত সমস্যা নিয়ে বহুবার জেলা প্রশাসনের জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা।কিন্তু আশ্বাস মিললেও হয়নি কাজ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here