ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দিল্লি দাঙ্গায় বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর ও পরভেশ ভার্মার কোনো উস্কানি বা অংশগ্রহণ নেই বলে কোর্টকে জানাল দিল্লি পুলিশ।
No Evidence To Indicate Role Of Anurag Thakur, Kapil Mishra & Parvesh Verma In Delhi Riots: Delhi Police Tells Delhi HC https://t.co/7Pk90kzhjL
— Live Law (@LiveLawIndia) July 14, 2020
দিল্লি পুলিশের তরফে এফিডেভিটে দিল্লি হাইকোর্টকে আরও জানানো হয় যে যদি তাদের বক্তব্যের সঙ্গে দাঙ্গার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করা হবে।
গত ফেব্রুয়ারীতে দিল্লি দাঙ্গার আগে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার বিরুদ্ধে বেশকিছু আবেদন আদালতে জমা পড়ে। তাতে পুলিশ এফআইআর দায়ের করার দাবি ওঠে। সেই মামলার শুনানিতে দিল্লি পুলিশ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ডিএন পাটেল ও জাস্টিস প্রতীক জালানের বেঞ্চের নিকট এই এফিডেভিট জমা করে বলে সংবাদ সংস্থা লাইভ ল্য সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:১৯ জুলাই পর্যন্ত কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন পশ্চিমবঙ্গে
এফিডেভিটে ক্রাইম ব্রাঞ্চ আরও জানায় যে ভারতীয় পেনাল কোডের বিভিন্ন ধারায় দিল্লি দাঙ্গা সম্পর্কিত মোট ৭৫১ টি ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। দিল্লি দাঙ্গা কোনো স্বতঃস্ফূর্ত দাঙ্গা নয় বরং এটা পরিকল্পনামাফিক বলেও দাবি করে দিল্লি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584