নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রতি বছর ইদের দিনে এই মাঠে লক্ষাধিক মানুষের জমায়েত হত। কিন্তু করোনা মোকাবিলায় প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে এবার কালিয়াচকের সুজাপুরে ইদের জামাত বন্ধ রেখেছে ইদগাহ্ কর্তৃপক্ষ। পরিবর্তে এবার নামাজিদের বাড়িতেই ইদের নামাজ পড়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা।
সংখ্যালঘু অধ্যুষিত মালদহ জেলায় ইদ সবচেয়ে বড় উৎসব ৷ জেলার প্রতিটি প্রান্তে উৎসবে মেতে ওঠেন সবাই। জেলার সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ ভিনরাজ্যে কাজ করে ৷ ইদের সময় বাড়ি ফিরে আসেন তারা ৷ কিন্তু লকডাউনে এবার সবাই এখনও বাড়ি ফিরতে পারেনি ৷ যারা কোনওক্রমে বাড়ি ফিরেছেন, তাদের কাছে উৎসবের থেকে এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকা ৷
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিলেন পুলিশ সুপার
তবু অনেকে আশায় ছিল, ইদের দিন অন্তত সবাই এক হয়ে নামাজ পড়বেন ৷ নামাজপাঠের পর একে অন্যের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হবেন ৷ কিন্তু করোনার ফলে সেটাও হয়নি। কালিয়াচকের সুজাপুর ইদগাহ্ ময়দানে প্রতি বছর লক্ষাধিক মানুষ ইদের নমাজপাঠের জন্য হাজির হয়। কিন্তু সেই মাঠ আজ ছিল ফাঁকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584