নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দেশ তথা রাজ্যে করোনার কামড়ে আতংকিত হয়ে ইতিমধ্যেই বন্ধ হয়েছে একে পর এক পূজো পার্বণ।এমনকি সেই মারণ কামড়ের ভয়ে বন্ধ হয়েছে চড়ক উৎসবও। তবে সংক্রান্তিতে মন্দিরে পূজো না হলেও নিজেরা ঘরে সেই ব্রত পালন করলেন মহিলারা।
এমনকি নীল ষষ্ঠীর দিন সন্তানের পাশাপাশি বিশ্ব বাসীর মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলেন রায়গঞ্জের মহিলারা । যদিও সরকারি নির্দেশ মেনে রায়গঞ্জের উত্তর কলেজ পাড়ার দেবপুরীর মন্দির কমিটি, আগেই মন্দিরে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছিল ।
আরও পড়ুনঃ সংক্রমণমুক্ত করতে অত্যাধুনিক স্যানিটাইজার মেশিন গড়লেন রায়গঞ্জের যুবক
সেই মতো এদিন কয়েকজন মহিলা বাইরে থেকে একটি করে প্রদীপ জ্বালিয়ে রেখে যান । আর সেই প্রদীপের আলোয় ভরে ওঠে পুরো মন্দির চত্বর ।তবে প্রতি বছর দেবপুরী শিব মন্দিরে নীলষষ্ঠীর রাতে অনেক মানুষ জমা হন ।
সেই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির সদস্যদের। তবে এ বছর করোনা ভাইরাসের কারণে মন্দিরে ঢোকার অনুমতি ছিল না। যদিও ভক্তদের ভিড় না থাকলেও মন্দিরের গেটে তালা দিয়ে নিয়ম মেনে পূজো সারেন পুরোহিতরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584