প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে পুরকর্মীরা যাতে আর্থিক সমস্যার মধ্যে না পরে, সেইজন্য এগিয়ে এলো রায়গঞ্জ পুরসভা। পুর কাউন্সিলরদের নিয়ে একটি মিটিংয়ে সমস্ত অস্থায়ী কর্মীদের দ্রুত বেতন দেওয়ার সিদ্ধান্ত নেন পুরপিতা সন্দীপ বিশ্বাস।
এ প্রসঙ্গে, শুক্রবার সন্দীপ বাবু জানান, “আমরা রায়গঞ্জ পুরসভার সকল সি আই সি মেম্বাররা মিলে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি যে, অফিস বন্ধ থাকলেও পুরসভা এলাকায় যে পুরকর্মীরা সাফাইয়ের কাজ করেন। তাদের বেতন যেন সঠিক সময়ে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তার ব্যবস্থা করতে হবে”।
আরও পড়ুনঃ বাসিন্দাদের সচেতন করতে, মাইক হাতে পথে পঞ্চায়েত প্রধান
জানা গেছে, রায়গঞ্জ পুরসভায় মোট ৪০০ জন সাফাইকর্মী কাজ করেন। এই দুর্দিনেও তারা জীবন বিপন্ন করে রাস্তাঘাটে কাজ করে চলেছেন। তারা যেন কোনো রকম আর্থিক সমস্যার মধ্যে না পড়েন, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
এমনকি, এছাড়া বার্ধক্য ভাতার দু-মাসের টাকা ইতিমধ্যেই প্রাপকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সন্দীপবাবু।
এছাড়াও পুরসভার পক্ষ থেকে আট হাজার বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকদের দুমাসের প্রাপ্য ভাতা প্রদান করা হয়েছে। তবে পুরপতি, উপ পুরপতি ও কাউন্সিলরদের মধ্যে প্রতিদিনই সাধারণ মানুষের সুবিধার্থে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে মিটিং ও আলোচনা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584