কোভিড সংক্রমণ রোধে বুস্টার ডোজ কতটা জরুরি, জানালেন আইসিএমআর প্রধান

0
76

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকেই, তাহলে কি ভ্যাকসিনের দুটো ডোজ যথেষ্ট নয় সংক্রমণ প্রতিরোধে? প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তবে কি বুস্টার ডোজেরই প্রয়োজন? এমনই প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মধ্যে। আর এই সব সংশয়ের মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) প্রধান ডঃ বলরাম ভার্গব এদিন জানালেন, করোনা ভাইরাস রোধে বুস্টার ডোজের কার্যকারিতা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয়। এ প্রসঙ্গে আইসিএমআরের ডিজি জানিয়েছেন, ‘ভারত সহ গোটা বিশ্বের সমস্ত প্রাপ্তবয়স্কদের কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ন করাই এখন মূল লক্ষ্য।’

ICMR chief
আইসিএমআর প্রধান ডঃ বলরাম ভার্গব

এদিন আইসিএমআর প্রধান ভার্গব বলেন, ‘কোভিডের বিরুদ্ধে বুস্টার ডোজের কার্যকারিতার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই বুস্টার ডোজ নেওয়ার কোনো প্রয়োজন নেই।’ নভেম্বরের শেষ সপ্তাহেই বৈঠকে বসতে চলেছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন। ভ্যাকসিন সংক্রান্ত এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই সেই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুস্টার ডোজের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে। তাতে রাজি হয়নি কেন্দ্র। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছিলেন, ‘কেন্দ্র এই বিষয়ে সরাসরি কোনও সিদ্ধান্ত নিতে পারে না। আইসিএমআর যখন জানাবে বুস্টার শট দেওয়া অব্যশক, তখন অব্যশই এই বিষয়টি চিন্তাভাবনা করে দেখা হবে। এখন আমাদের মূল লক্ষ্য, সমস্ত দেশবাসীর দুটি টিকাকরণ সম্পন্ন করা।’ সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১১৬ কোটি ৮৭ লক্ষ ২৮ হাজার ৩৮৫ জনের।

আরও পড়ুনঃ সাড়ে ৭ হাজারে নামল দেশে দৈনিক সংক্রমণ, টিকাকরণ ১১৬ কোটির বেশি

অপরদিকে, কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) জানিয়েছিল যে, রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ভ্যাকসিনের কার্যকারিতা নির্ভর করে। তাই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বুস্টার ডোজ নেওয়া আব্যশক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here