শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে করোনা সংক্রমণ থেকে ভয় কাটল কলকাতা পুরসভার। এক সময় বেসরকারি সংস্থাকে কোভিড মৃতদেহ দাহ করার বরাদ্দ দেওয়া ছাড়া দুটি শ্মশান কে করোনা মৃতদেহ পোড়ানোর জন্য নির্দিষ্ট করে দিয়েছিল কলকাতা পুরসভা।
কিন্তু এবার পুরসভা থেকে জানানো হল, কোভিড মৃতদেহ থেকে কোনও রকম সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে না। তাই শহরের প্রতিটি শ্মশানেই কোভিড মৃতদেহ দাহ করা যেতে পারে। এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ।
আরও পড়ুনঃ বিধানভবনে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
এই প্রসঙ্গে অতীন ঘোষ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেয় না, তারা কোনোভাবেই ড্রপলেট ছড়াতে পারে না, ফলে কোভিড মৃতদেহ দাহ করার জন্য নির্দিষ্ট শ্মশান রাখার কোনো প্রয়োজন নেই, অন্য যে কোনো শ্মশানে অন্য যেকোনো রোগে মৃত ব্যক্তির দাহ করা চুল্লিতেই কোভিড মৃতদেহ দাহ হতে পারে।
আরও পড়ুনঃ পরপর তিনটি অটোর ওপর লরি, ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা মৃত ১
কলকাতার আশপাশের পুরসভাগুলিতেও কোভিড মৃতদেহ দাহ করার জন্য কোনো নির্দিষ্ট শ্মশান নেই। এ বিষয়ে মানুষের ছুৎমার্গ দূর করতে হবে। সব শ্মশানেই কোভিড দেহ দাহ হলে মৃতের পরিজনরা ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবেন, তাছাড়া সঙ্গে সঙ্গেই মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, বর্তমানে শুধুমাত্র পূর্ব কলকাতার ধাপা, উত্তর কলকাতার নিমতলা ও দক্ষিণ কলকাতার বিরজুনালা শ্মশানে কোভিড মৃতদেহ দাহ হয়। এদিকে, মানুষের সুবিধার্থে কাশিপুর মহাশ্মশানে চতুর্থ বৈদ্যুতিক চুল্লি খুব শীঘ্রই চালু হবে বলে অতীনবাবু জানান। একই সঙ্গে সমস্ত শ্মশানে এবার কোভিড মৃতদেহ দাহ করা হবে বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584