সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে কাঁকসা ব্লকে পানাগড় বাজার এর পরিচিতি রয়েছে প্রথম থেকেই।কাঁকসা ব্লক ছাড়াও আউসগ্রাম, বুদবুদ এমনকি দামোদর তীরবর্তী মানা অঞ্চল থেকেও পানাগড় বাজারে বহু মানুষ আসেন।পানাগড় বাজারে স্টেশন রোড জনবহুল এলাকা এমনিতেই।কোন পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যত্রতত্র দাঁড়িয়ে থাকে গাড়ি।এখন টোটোর সংখ্যা বাড়ায় সংকুচিত রাস্তায় চলাচল করা কষ্টকর হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ।
এলাকাতে টোটো চালকরা যত্রতত্র পার্কিং করে রাখে বলে অভিযোগ।স্থানীয় মানুষের বক্তব্য,যত্রতত্র পার্কিং করার ফলে বিশেষ করে অসুবিধার সম্মুখীন হন পানাগড় স্টেশন রোডের বাসিন্দা এবং পথচারীরা। তাঁদের অভিযোগ, পানাগড় স্টেশন রোডে ট্রেন ধরার জন্য বহু মানুষ টোটো করে স্টেশনে আসেন।সমস্যা হচ্ছে টোটো করে এলে নির্দিষ্ট জায়গায় কোনো পার্কিং না থাকায় রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে টোটো।তাতে একদিকে যেমন ব্যাপক যানজটের সৃষ্টি হয় অন্যদিকে হেঁটে যাওয়ার রাস্তা টুকুও থাকেনা।বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনকে আর্জি জানানো হয়েছে যাতে টোটোর জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া যায়। তাহলে পথচারীদের যন্ত্রণা যেমন কমবে তেমনি অন্যতম ব্যস্ত রাস্তা স্টেশন রোডে যানজটও কমবে। বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা বাউরিকে জানানো হলে তিনি বলেন,বাজারে যানজট সমস্যা সেটি বহুদিন থেকেই রয়েছে। টোটোর স্ট্যান্ড তৈরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুনঃ নিয়োগ জটিলতায় বর্ধমান বিশ্ববিদ্যালয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584