সুদীপ পাল, বর্ধমানঃ
বাসস্টপে শৌচালয় বা পানীয় জলের ব্যবস্থা নেই। ফলে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে মহিলা এবং বয়স্ক নাগরিকদের। পানীয় জল না থাকার কারণে অনেকসময় অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, অসুস্থ হয়ে পড়লেও দেওয়ার মতো জলও থাকে না।
বাঁকুড়া বর্ধমান ও বর্ধমান আরামবাগ রাস্তার সংযোগস্থলে অবস্থিত পূর্ব বর্ধমানের বাঁকুড়া মোড়। বিভিন্ন জেলার মানুষদের নিত্য যাতায়াত। বাঁকুড়া মোড় থেকে একদিকে জামালপুর যাওয়া যায় অন্যদিকে আরামবাগ যাওয়া যায়। ফলে যাত্রীদের ভিড় লেগেই থাকে। যাত্রীদের ভিড় থাকলেও কেন পানীয় জল বা শৌচালয় নেই সেই প্রশ্ন তুলছেন যাত্রীরা। অন্যদিকে দুর্গাপুরের গান্ধি মোড়েও শৌচালয়ের কথা বলেন যাত্রীরা।
পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, সুলভ শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584