নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নিরাশ করল ১৫ ই আগস্ট ৷ বিপদ যেন কাটতেই চাইছে না। বিগত বছরের মাঝামাঝি প্রথমে এনআরসি বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে জেলা ৷ সেই অশান্তির জেরে কমতে থাকে পর্যটক আসা। তারপর একের পর বাধায় প্রায় পর্যটক শূন্য মুর্শিদাবাদের অন্যতম পর্যটন শহর লালবাগ ।
আরও পড়ুনঃ কোচবিহারে বড় ধাক্কা বিজেপিতে, জেলা সম্পাদক সহ ৫০০ কর্মীর তৃণমূলে যোগ
আশা ছিল শীতের মরসুম কেটে গেলেও ইদ ও স্বাধীনতা দিবসে কিছু পর্যটক আসবে। কিন্তু সেই আশাও পূর্ণ হলো না এই বছর ।
নবাবের শহরে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই জানাচ্ছেন প্রতি বছর ১৫ ই আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত একটা পর্যটকের ঢল থাকে, কিন্তু এই বছর করোনা আবহে তাও দেখা গেলনা ৷ ইতিহাস বুকে নিয়ে লালবাগ তাই যেন আজ একাকীত্বের যন্ত্রণায় কাতর। আয়হীন হয়ে পড়ছে এই ব্যবসার যুক্ত সব ধরনের ব্যবসায়ীরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584