‘নো ভোট টু বাবুল’ প্রচার অভিযানে পুলিশি বাধা, গ্ৰেফতার কর্মীদের

0
97

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

 

‘নো ভোট টু বাবুল’ – শান্তিপূর্ণ নাগরিক মিছিল শুরুর আগেই পার্ক সার্কাস থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো প্রসেনজিৎ বসু, অমিত দাশগুপ্ত, মঞ্জর জামিল, অমিতাভ চক্রবর্তী, ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ ৫ জনকে।  যথাযথ প্রশাসনিক অনুমতি থাকা সত্বেও মিছিলে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ আন্দোলন কর্মীদের। উল্লেখ্য, আজ থেকে রাজ্যে প্রত্যাহার করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন ২০০৫। তাহলে কেন করতে দেওয়া হলনা শান্তিপূর্ণ মিছিল? শাসকের চোখে কি ভয় দেখা যাচ্ছে? উঠছে প্রশ্ন।

No Vote to Babul Poster
‘নো ভোট টু বাবুল’ আগামীকালের মিছিলের পোস্টার

 

আসন্ন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী হয়েছেন প্রাক্তন বিজাপি সাংসদ বাবুল সুপ্রিয়। বাংলায় এনআরসি-সিএএ বিরোধী গণ আন্দোলন এবং পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান তুলে সারা রাজ্যের মানুষের কাছে এই গণ সংগঠন আবেদন জানায় বিজেপি-কে একটি ভোটও নয়। বাংলার সাম্প্রদায়িকতা বিরোধী, বিভাজনের রাজনীতির বিরোধী শান্তিকামী একটা বড় অংশের মানুষ সেই ডাকে সাড়া দেন। ফলশ্রুতিতে বিশাল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুনঃ ‘নো ভোট টু বাবুল বা বিজেপি’, আগামীকাল ফের তিলোত্তমার রাজপথে নাগরিক সমাজ

এই নাগরিক মঞ্চের দাবি ছিল এনআরসি-সিএএ -এর সমর্থক, আসানসোল দাঙ্গার অন্যতম প্রধান মুখ বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল সরকার। আর সেই কারণেই বাবুল-কে এবং একই সঙ্গে বিজেপি-কে ভোট না দেওয়ার আবেদন নিয়ে আজ ফের পথে নেমেছিলেন নাগরিক সমাজ। কিন্তু জমায়েত শুরুর আগেই তাঁদের গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here