করোনার জেরে এবার বাতিল নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় অধিকাংশ দেশেই লকডাউন জারি করা হয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিজেকে গৃহবন্দি করেছেন প্রায় প্রত্যেকটি মানুষ। সংক্রমণ এড়াতে জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এহেন পরিস্থিতির কারণেই এবার বাতিল হয়ে গেল নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Nobel Prize | newsfront.co
প্রতীকী চিত্র

রীতি অনুযায়ী আগামী ডিসেম্বরে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বুধবার নোবেল ফাউন্ডেশনের সিইও লার্স হেইকেনস্টেন জানান, করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে স্টকহোম সিটি হলে ওই অনুষ্ঠানে ১ হাজার ৩০০ জন অতিথিকে পাশাপাশি আসনে বসানো যাবে না। এছাড়া, নোবেল জয়ীরা সুইডেনে এসে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কি না, তাও নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ ভূমিকম্পে কেঁপে ওঠার পর আলস্কায় জারি সুনামি সর্তকতা

সেই কারণেই এবছর নোবেল পুরস্কার বিতরণীর অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। তিনি আরও জানিয়েছেন, চলতি বছরে করোনা মহামারীর জেরে নোবেল সপ্তাহ আগের মতো থাকবে না। এইবছরটা সত্যিই আলাদা হবে। বিজয়ীরা হয়তো পুরস্কার হাতে পাবেন না। কিন্তু তাঁদের কাজ এবং আবিষ্কার এক অন্য মাত্রা পাবে।

আরও পড়ুনঃ আইনজীবী প্রশান্ত ভূষণকে শোকজ নোটিশ সর্বোচ্চ আদালতের

এদিকে, ট্রাম্প এদিন দাবি করেছেন, গোটা বিশ্বের মধ্যে আমেরিকায় সবথেকে বেশি করোনা পরীক্ষা হয়েছে। আর তারপরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিন আমেরিকা। সমগ্র বিশ্বের মধ্যে দক্ষিন আমেরিকাই এখন করোনা হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here