কৃষক আন্দোলনের ‘মুখ’ সমাজকর্মী নদীপ কৌরের জামিন

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া দলিত সমাজকর্মী নদীপ কৌরকে অবশেষে জামিন দিল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছিল হরিয়ানা পুলিশ। শুক্রবার বিচারপতি অবনীশ ঝিঙ্গান তাঁর জামিন মঞ্জুর করেন।

ndwip kour | newsfront.co
নদীপ কৌর- ফাইল চিত্র

জামিন হলেও অবৈধ কাজকর্মের অভিযোগে হরিয়ানা পুলিশের ই-মেলের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে হাইকোর্ট। বর্তমানে কারনাল জেলে রয়েছেন কৌর। তাঁর আইনজীবী আর এস চিমা, আর্শদীপ সিং চিমা এবং হরিন্দর দীপ সিং বেইন্স আদালতকে জানিয়েছেন, গত ১২ জানুয়ারি সোনিপতের কুন্ডলি থানার পুলিশ মিথ্যা মামলায় ফাঁসায় নদীপ কৌরকে।

আরও পড়ুনঃ ২-৩ মার্চ কলকাতায় অমিত শাহ

নদীপ কৌর মজদুর অধিকার সংগঠনের সদস্য। তিনি অভিযোগ করেছেন ইচ্ছাকৃত ভাবে তাঁকে টার্গেট করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে জোরদার করার জন্য তাঁর অবদানকে খাটো করার জন্যই হরিয়ানা সরকার এই চক্রান্ত করেছে। তাঁর আরও অভিযোগ , জেল হেফাজতে তাঁর উপর শারীরিক নির্যাতন করেছে পুলিশ। এমনকী তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়নি গ্রেফতারের সময়, যা ফৌজদারি আইনের ৫৪ নম্বর ধারার লঙ্ঘন।

আরও পড়ুনঃ বালুরঘাটে বড় খেলার হুঁশিয়ারি রাজনাথের

হরিয়ানা পুলিশ অবশ্য আদালতে নদীপের অভিযোগ অস্বীকার করে। পুলিশের দাবি, নদীপ উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন কৃষক সমাবেশে। এমনকি নদীপ নাকি পুলিশের উপর হামলা চালানোরও ডাক দিয়েছিলেন বলে আদালতে দাবি করে হরিয়ানা পুলিশ। ২৪ বছর বয়সী নদীপের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা-সহ তিনটি মামলা দায়ের হয়, দুটিতে আগেই জামিন পেয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here