রামমন্দিরের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষাধিক টাকার প্রতারণা

0
156

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অযোধ্যার রামমন্দির নির্মাণ ট্রাস্টের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষাধিক টাকার প্রতারণা। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে নয়ডা সাইবার পুলিশ এবং লখনৌ সাইবার ক্রাইম হেডকোয়ার্টার্সের যৌথ একটি টিম।

ram mandir | newsfront.co
ফাইল চিত্র

জানা গেছে, রাম মন্দির নির্মাণ প্রকল্পে অনুদান চেয়ে বানানো হয়েছিল এই ভুয়ো ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেওয়া ছিল। সেখান থেকেই রাম মন্দির ট্রাস্টের নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ওই পাঁচ ব্যক্তি।

আরও পড়ুনঃ আগামী বাজেট অধিবেশনেই সিএএ ও কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশের ঘোষণা স্টালিনের

সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৩ জনের বাড়ি উত্তরপ্রদেশের আমেঠিতে, বাকি ২ জন বিহারের সীতামারির বাসিন্দা। তবে ৫ জনই একসাথে দিল্লির অশোকনগরে থাকতেন। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ৫০টি আধার কার্ডের জেরক্স কপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here