শ্যামল রায়, নদীয়াঃ
নদীয়া জেলা পুলিশ করোনা পরিস্থিতি নিয়ে সচেতনতার প্রচার এবং মাস্ক বিতরণ করেন আজ। শুক্রবার জেলা প্রশাসনের তরফ থেকে কৃষ্ণনগর এলাকার পথে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই সহ একাধিক আধিকারিকরা।
পুলিশ সুপার জানান, “করোনাভাইরাস অতি ভয়ংকর, তার হাত থেকে মুক্তি পেতে সারা বিশ্ব তোলপাড়, সেইসাথে ভারতে চলছে লকডাউন। মুখে মাস্ক ব্যবহার করলে কিছুটা হলেও মানুষ এই ভাইরাসের হাত থেকে রেহাই পেতে পারেন। তাই আমরা এদিন পথে-ঘাটে যারা মাস্ক পড়েনি, তাদের হাতে মাস্ক তুলে দিয়েছি।”
আরও পড়ুনঃ মাদকমুক্ত সমাজ গড়ার ডাক পুলিশের
এছাড়াও করোনাভাইরাস নিয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কমপক্ষে দুই গজ দূরে থেকে কথাবার্তা চালাতে হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে এদিন। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্যান্য থানার পুলিশ। খুশি হয়েছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584