ভারতে লঞ্চ হল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Nokia G20, দেখে নিন দাম ও অন্যান্য ফিচার

0
66

নিউজ ফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

ভারতে লঞ্চ হল ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনে নোকিয়ার নতুন স্মার্টফোন ‘নোকিয়া জি২০’। দুটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ফোনটির সাইডে রয়েছে একটি গুগল অ্যাসিসট্যান্ট বাটন। এছাড়াও রয়েছে একটি IPX2 build। ফোনটির ওজন ১৯৭ গ্রাম। অ্যামাজন (Amazon) এবং নোকিয়া(Nokia)-র অফিশিয়াল ওয়াবসাইট থেকে ভারতে কিনতে পাওয়া যাবে এই ফোনটি।  প্রি-বুকিং শুরু হবে ৭ জুলাই দুপুর ১২টা থেকে, ১৫ জুলাই থেকে ফোনটি কেনা যাবে। ফোনটির ভারতীয় মূল্য ১২,৯৯৯ টাকা।

Nokia G20
সৌজন্যেঃ এনডিটিভি

অন্যান্য ফিচার:

ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি, HD+, নচ ডিজাইন

প্রসেসর: অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫

ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

রেয়ার ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর + ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার+ ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর

র‌্যাম (RAM): ৪ জিবি

স্টোরেজ: ৬৪ জিবি

ব্যাটারি: ৫০৫০ এমএএইচ (mAh), ১০ ওয়াট সাপোর্ট চার্জিং

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১

রেজোলিউশন: ১৬০০x৭২০

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here